হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ড ভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ভোলা সংবাদদাতা

গ্যাসভর্তি কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত

ভোলায় ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ ও গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দি‌য়েছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল শুক্রবার ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানে বি‌ক্ষোভ মিছিল করেন স্থানীয় ছাত্র-জনতা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র রহিম ইসলাম, আতাউর রহমান আরিফ, মো. রাজুসহ বিক্ষোভকারীরা জানান, ভোলায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত রয়েছে। যা দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে ভোলায় গ্যাসভি‌ত্তিক ভারী শিল্পকারখানা স্থাপন সম্ভব। অথচ ভোলায় প্রাপ্ত সেই গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে ও গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপন না করে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো গ্রুপের মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন জোড়ালো হয়ে ওঠে।

তাঁরা আরও জানান, আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রাতে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তায় কাভার্ড ভ্যান আটকে বিক্ষোভ করেন। পরে তাঁরা ভ্যানটি বাস টার্মিনালসংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখেন।

গ্যাসভর্তি কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ আজ শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, খবর পে‌য়ে‌ ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। বোতলজাত করা ইন্ট্রাকোর গ্যাসবাহী গাড়ি ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫