হোম > সারা দেশ > ভোলা

ভোলার ৪ উপজেলার ১২ ইউনিয়নের ভোট আজ, ঝুঁকিপূর্ণ ৪৭টি কেন্দ্র

প্রতিনিধি

ভোলা: উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ (রোববার)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।

তবে, চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এ দুই ইউনিয়নে শুধুমাত্র সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন (ইসি)।  

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৪ উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়নের ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানা যায়, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ কেন্দ্রের মধ্যে ১১ টি, মনপুরা উপজেলার ২ ইউনিয়নের ২২ কেন্দ্রের মধ্যে ১৩ টি, বোরহানউদ্দিন উপজেলার ২ ইউনিয়নের ২১ কেন্দ্রের মধ্যে ৮টি ও তজুমদ্দিন উপজেলার ৩ ইউনিয়নের ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

ভোলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। এ ছাড়া কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ১২ ইউনিয়নে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার ১২ ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর