হোম > সারা দেশ > ভোলা

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলায় পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। আজ সোমবার দুপুরে ভোলা সদর ও লালমোহন উপজেলায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাফওয়াত (৪), লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত (৬) ও একই গ্রামের আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)।

জানা গেছে, দুপুরের দিকে সাফওয়াতের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সুবীর সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত ও একই গ্রামের আনিচল হক মিয়ার ছেলে শহিদুল নানাবাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। শিশু দুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিকেলে আজকের পত্রিকাকে বলেন, মারা যাওয়া শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অভিভাবকদের অসচেতনতার কারণে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন