হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় নৌ পুলিশের ওপর হামলা, ২০ জেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ভোলায় নৌ পুলিশের ওপর হামলা মামলায় ২০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বোরহানউদ্দিনের সুধারামপুর গ্রামে এক সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বছরের ৯ অক্টোবর বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলাকালে নৌ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উপজেলার মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।  

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় গত বছরের ৯ অক্টোবর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে যান। এ সময় সুধারামপুর গ্রামের একটি খালের বেড়িবাঁধে পৌঁছায় দলটি।’ 

হুমায়ুন বলেন, বেড়িবাঁধে ফেলে রাখা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় তুলতে যান পুলিশ সদস্যরা। একপর্যায়ে ৬০-৭০ জন জেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা করেন। পুলিশের নৌযানে থাকা এক লাখ মিটার জাল নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। জালের তৎকালীন বাজারমূল্য ৩০ লাখ টাকা। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই দিনই মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ