হোম > সারা দেশ > ভোলা

শিক্ষা অধিদপ্তরের ভুয়া অডিট অফিসার আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় সাইফুল ইসলাম মোস্তফা (৭০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাঁকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করা হয়। 

আটক হওয়া বৃদ্ধ সাইফুল ইসলাম মোস্তফা নিজেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মহিবুল্লার ছেলে এবং ভোলা বিশ্বরোড এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানান।

জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, গত রোববার সকালে অভিযুক্ত সাইফুল তাঁর বিদ্যালয়ে যান এবং নিজেকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দেন। বিদ্যালয়ের নানান সমস্যা রয়েছে এমন অভিযোগ তুলে শোকজ করার হুমকি দিয়ে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। বিদ্যালয়ে পুরুষ শিক্ষক না থাকায় ভয়ে আতঙ্কিত শিক্ষকেরা মিলে তাঁর হাতে ১০ হাজার তুলে দেন। ওই টাকা নিয়ে তিনি চলে যান। 

আজ মঙ্গলবার সকালে ফের উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে শিক্ষকদের কাছ দুই হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানেন যে কোন অডিট অফিসার আসেননি। তখন তারা ওই ব্যক্তিকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন। 

পুলিশ হেফাজতে থাকা প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা জানান, ‘অভাবের কারণে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা তিনি ফেরত দেবেন।’ 

চরফ্যাশন থানার উপপরিদর্শক রাসেল জানান, আটককৃত প্রতারকের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম জানান, শিক্ষা অধিদপ্তরের অডিট আসলে আমার জানার কথা ছিল। মঙ্গলবার শিক্ষকদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে ওই প্রতারককে আটক করে থানায় দেওয়ার জন্য বলা হয়েছে। 

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর