হোম > সারা দেশ > ভোলা

ছিটকে সমুদ্রে পড়ে যান জামাল, তাঁকে রেখেই ফিরলেন সতীর্থরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জাল ফেলার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে জামাল উদ্দিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ঢালচরের তারুয়া দ্বীপ এলাকার সাগর মোহনায় এ ঘটনা ঘটে। 

ট্রলারে থাকা জেলেরা জানান, ১২ জন জেলে মিলে সাগরে ইলিশ শিকারে গিয়েছিলেন। জাল ফেলার সময় জামাল উদ্দিন পড়ে গেলে বাকিরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল ঢেউ ও স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা যায়নি। স্রোতের টানে মুহূর্তেই তিনি পানিতে ডুবে যান। নিখোঁজ জেলে জামাল মাঝি ঢালচর ইউনিয়নের মৃত মালেক মাঝির ছেলে এবং ওই ট্রলারের চালক ছিলেন। 

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, খবর পাওয়ার পর থেকে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে নিখোঁজ জেলে জামাল মাঝিকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, দুর্ঘটনার পরপরই ওই জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রবল স্রোতের কারণে তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। 

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, নিখোঁজ জেলে জামাল ওই ট্রলারের মাঝি ছিলেন। স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫