হোম > সারা দেশ > ভোলা

করোনায় স্কুল বন্ধ থাকায় বাড়ছে শিশুশ্রম

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিশুশ্রম প্রকট আকার ধারণ করছে। গতকাল সোমবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তায় দেখা যায়, শিশুশিক্ষার্থীরা রাস্তাঘাটে অস্থায়ী পসরা সাজিয়ে মুখরোচক খাবার বিক্রি করছে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মনির হোসেন জানায়, সে ১২০ টাকার খাবার বিক্রি করেছে।

সেলিম রানা নামের এক অভিভাবক বলেন, ‘শিশুদের ঘরবন্দী করে রাখা যাচ্ছে না। স্কুল বন্ধ থাকায় তারা পড়াশোনা ভুলে যাচ্ছে। ওদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা উচিত।’ 

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, ‘গ্রামের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে। শিশুদের পড়াশোনার ধারাবাহিকতা যেন বজায় থাকে, সে লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

চরফ্যাশন উপজেলার শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের হার শূন্যের কোঠায় আনতে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। শিশুশিক্ষার্থীরা এ ভাইরাসের দ্বারা সংক্রমিত হতে পারে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ 

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ