হোম > সারা দেশ > ভোলা

ভোলায় পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট ও পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. শাকিল (৩০), বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের বাসিন্দা ভবেশ চন্দ্র সোমের ছেলে শুভ দিগন্ত (২৩) এবং ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. ওয়াসিম (২১)।

বুধবার (২১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সবাই চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাঁদের অন্যান্য সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর