হোম > সারা দেশ > ভোলা

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি

ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, আজ শামসুল হুদা (৫৪) নামের এক ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলী-৯ লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভোররাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে স্টাফ অফিসার (অপারেশনস) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।

ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কোস্ট গার্ডের যানবাহনযোগে ভোলা সদরের সরকারি হাসপাতালে স্থানান্তর করে।

পরে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লিখিত ঘটনাটি এর একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ