ভোলার চরফ্যাশন উপজেলায় নারিকেলগাছ থেকে পড়ে শাহাজাহান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার শশিভূষণ থানা এলাকার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তিনি ওই ওয়ার্ডের মৃত জেবল হক মুন্সীর ছেলে।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধ শাহাজাহান আজ সকালে সাহ্রিতে খাওয়ার জন্য একজোড়া নারিকেল আনতে পাশের এক বাড়িতে যান। এ সময় ওই বাড়ির লোকজন জানান, তাঁদের ঘরে নারিকেল নেই। তাঁরা বৃদ্ধকে গাছ থেকে নারিকেল পেড়ে নেওয়ার অনুমতি দেন। এরপর বৃদ্ধ নারিকেলগাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।