হোম > সারা দেশ > ভোলা

বৃহস্পতিবার ভোলায় হরতালের ডাক বিএনপির

ভোলা প্রতিনিধি

জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি।

আজ বুধবার ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান এ কর্মসূচি ঘোষণা করেন।

নুরে আলমের মৃত্যুর ঘটনায় আজ বুধবার বিকেলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ভোলা জেলা বিএনপির নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় আন্দোলনকারীরা সরকার ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ থেকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর আগামীকাল বৃহস্পতিবার আলম ও রহিম হত্যার বিচার চেয়ে হরতালের ডাক দেন।

বিএনপির হরতালের ঘোষণায় জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে। এতে শহরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে ছাত্রদল নেতা নুরে আলমের জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জহির উদ্দিন স্বপন, বিলকিস জাহান শিরিন, এ বি এম মোশাররফ হোসেন, হায়দার আলী লেলিনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আসছেন বলে জানিয়েছেন গোলাম নবী আলমগীর। 

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ