হোম > সারা দেশ > ভোলা

পিটিয়ে চোখ তুলে যুবককে পুলিশে দিল জনতা

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিনে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে তাঁর চোখ তুলে নিয়েছে এলাকার লোকজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে।

হাসান জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রতন মাঝির ছেলে। তাঁকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে আহত হাসান স্থানীয় হাসান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ওই সময় তাঁকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয়ে মারধর করেন হাসান। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন হাসানকে আটক করে পিটুনি দিয়ে চোখ উপড়ে ফেলে। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, হাসান বখাটে যুবক। তিনি ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। এতে তাঁর প্রতি অতিষ্ঠ এলাকাবাসী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও এসআই অসীম কুমার জানান, খবর পেয়ে তাঁরা ঝিটকা বাজার থেকে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত হাসান বখাটে প্রকৃতির বলেও জানান ওসি।

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন