হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে ককটেল বিস্ফোরণ, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা

ভোলা ও বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না জানান, মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতা–কর্মীদের জরুরি সভা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ করে। এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন, ‘কয়েকজন কমিশনারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা শহিদ খানের বাড়িতে গিয়ে ককটেল ফাটায়। অথচ সেই ঘটনায় বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৮ সালে যেভাবে বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়, ঠিক সেভাবেই আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে।’ 

বোহরানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় উপজেলার পক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি বোরহানউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১৩ জন বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়। 

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর