হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক, পিটুনির পর জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে স্কুলশিক্ষককে পিটুনির পর শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে পিটুনি দিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। পরে তাঁকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ওই শিক্ষকের নাম রক্তিম শর্মা। তিনি বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। একই সঙ্গে তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণের দোকান রয়েছে।

জানা গেছে, আজ বুধবার সকালে উপজেলা শহরের হাওলাদার মার্কেট এলাকায় শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে রক্তিম শর্মাকে তাঁর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয় লোকজন। পরে তাঁকে মারধর করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে গণপিটুনি দিয়ে জুতার মালা পরানো হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

বাবুল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, রক্তিম শর্মা ২০০৬ সালে কাচিয়া ইসলামিয়া দাখিল কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন। তখন সেই মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি বিদেশে চলে যান। সেখান থেকে ফিরে ২০১০ সালে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগ দেন।

জানতে চাইলে বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাস চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রক্তিম শর্মার বিরুদ্ধে অভিযোগ শুনেছি। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর রক্তিম শর্মা পুলিশের হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘রক্তিম শর্মা নামের এক শিক্ষক পুলিশ হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ শুনেছি। ঘটনাটির তদন্ত চলছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন