ভোলার মেঘনা নদীতে মো. আলাউদ্দিন নামের এক জেলের জালে ৯ কেজি ৭০ গ্রাম ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ঘাটে নিয়ে নিলামের মাধ্যমে ১০ হাজার ৪৪০ টাকায় বিক্রি করেন ওই জেলে।
আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেঘনা নদীর তুলাতুলি পয়েন্টে মাছটি ধরা পড়ে।
তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী জানান, সকালে আলাউদ্দিন নামের ওই জেলেসহ অন্য জেলেরা তুলাতুলি পয়েন্টে মাছ শিকারে যান। তাঁর জালে অন্যান্য মাছের সঙ্গে ৯ কেজি ৭০ গ্রাম ওজনের আইড় মাছটি ধরা পড়ে। পরে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৪৪০ টাকা ক্রয় করেন তিনি।
তিনি আরও জানান, মাছটি বিকেলে খুলনার পাইকারি আড়তে বিক্রির জন্য পাঠানো হয়েছে। সেখানে মাছটি ১৫-১৬ হাজার টাকায় বিক্রি করা যাবে বলেও আশা করা হচ্ছে।
এ বিষয়ে ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. এরশাদ আজকের পত্রিকাকে বলেন, মাঝে মধ্যে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে বড় সাইজের আইড়, পাঙাশ মাছ ধরা পড়লেও নদীতে তুলনামূলক কম মাছ ধরা পড়ছে।