হোম > সারা দেশ > ভোলা

ভোলায় দুর্ধর্ষ সিরাজ বাহিনীর দুই ডাকাত আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে সিরাজ বাহিনীর ২ ডাকাত। ছবি: সংগৃহীত

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, চার রাউন্ড তাজা গোলা, পাঁচ রাউন্ড কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মো. শহীদ (৪৮) ও মো. শাহাবুদ্দিন (৪৫)। তাঁরা ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দৌলতখান উপজেলার খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার (৩ জুন) দিবাগ রাত ১টা থেকে আজ মঙ্গলবার ভোর ৫ পর্যন্ত অভিযান চলে। আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড ভোলার দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান উপজেলার খয়েরহাট বাজারসংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে দুটি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ

ভোলায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভোলা-ঢাকা পদযাত্রা: পদ্মা সেতুতে বাধা পেয়ে সাঁতরে নদী পাড়ির চেষ্টা, অসুস্থ ৩ শিক্ষার্থী

যানজটমুক্ত নতুন বাজার, বদলে যাচ্ছে ভোলা পৌরসভার দৃশ্যপট