হোম > সারা দেশ > ভোলা

ভোলায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর মৃতদেহ দুই দিন পর উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর তীর ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল ফামিয়া আক্তার (১০)। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফামিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন গ্রামের মো. আজগর আলী মাঝির মেয়ে। তাকে শনাক্তকরণের পর চর জহীরউদ্দিন পুলিশ ফাঁড়ির পুলিশ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় ২ নং সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর তীর ভেঙে পড়ে পানিতে ডুবে যায় মো. ফারুক মাঝি (৫৫) ও তার নাতনি ফামিয়া আক্তার (১০)। পরে মো. ফারুক তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল ফামিয়া আক্তার।

মো. ফারুক মাঝি বলেন, ‘ঘরে রান্না করার কিছু না থাকায় ওই দিন নাতনিকে সঙ্গে নিয়ে জাল নিয়ে মাছ শিকারে নদীতে যাই। হঠাৎ তীর ভেঙে আমরা নদীতে পড়ে যাই। কয়েক মিনিট পর আমি তীরে উঠতে পারলেও নাতনি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।’ 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন