হোম > সারা দেশ > ভোলা

ভোলায় জালে ধরা পড়া ১৩ কেজির আইড় মাছ

ভোলা প্রতিনিধি

জালে ধরা পড়া আইড় মাছ। ছবি: আজকের পত্রিকা

ভোলার মেঘনা নদীতে বড় আকারের ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির আইড় মাছ। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়।

মাছটি ক্রয় করেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি জানান, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।

মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশালাকৃতির আইড় মাছটি। দুপুরে তুলাতুলি ঘাটে এনে মাছটি বিক্রির জন্য তোলা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কেনেন জসিম ব্যাপারী।

খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জাটকা রক্ষায় বিগত সময়ে জেলাপর্যায়ে যেসব অভিযান পরিচালিত হয়েছে, তা সফল হয়েছে। নদীতে অবৈধ জাল অপসারণের ফলে এখন বড় আকারের ইলিশ, আইড়সহ অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়ছে।’

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে, যার সুফল আরও বেশি সংখ্যক মৎস্য প্রজাতি আহরণের মধ্য দিয়ে পাওয়া যাবে।’

এর আগে ১৯ জুন একই এলাকার তুলাতুলি মাছ ঘাটে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। সেটি নিলামে ৬ হাজার ৪৮০ টাকায় কিনে নেন আড়তদার মো. কামাল হোসেন।

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ