হোম > সারা দেশ > ভোলা

ভোলায় টয়লেট থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলায় বাসার টয়লেট থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ভোলা শহরের ৬ নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঠিকাদার জামাল গোলদারের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মো. আবুল কালামের মেয়ে।

বাড়ির মালিক জামাল গোলদার দাবি করে বলেন, দুপুরের দিকে ঘরের টয়লেটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া।

বাসার মালিক জানায়, দুপুরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নিচতলায় নেমে আসে সোনিয়া। ফিরতে দেরি হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ ঝুলছে। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। তবে, গলায় ফাঁস দেওয়ার কোন কারণ কেউ জানাতে পারেনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন সোমবার রাতে আজকের পত্রিকাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে, তাঁর শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫