হোম > সারা দেশ > ভোলা

দেশসেরা শিক্ষিকা ভোলার জুঁই

প্রতিনিধি, দৌলতখান 

অনলাইন পারফরমার ক‍্যাটাগরিতে দেশ সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা পারভীন জুঁই। শিক্ষকদের জন‍্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন কর্তৃক পরিচালিত রিপোর্টে তিনি দেশ সেরা শিক্ষিকা নির্বাচিত হন। ৫ লাখ ৮৫ হাজার ৬০১ জন শিক্ষকের মধ‍্যে ফারহানা পারভীন জুঁই সেরা অনলাইন পারফরমার নির্বাচিত হন।

২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ঘোষণা আসে। ২৬ শে মার্চ থেকে শুরু হয় লকডাউন। প্রাথমিক বিদ‍্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঘরবন্দী থাকার পাশাপাশি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাতে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এসব কিছু বিবেচনায় রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত করতে দেশের অন্যান্য শিক্ষকদের মত অনলাইনে লাইভ ক্লাস পরিচালনা করেন এই শিক্ষিকা।

এ পর্যন্ত তিনি ২৪৬টি লাইভ ক্লাস নিয়েছেন এবং বর্তমানে গুগল মিটের মাধ‍্যমে নিজ বিদ‍্যালয়ের শিক্ষার্থীদেরসহ দেশের বিভিন্ন জায়গার প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি। 

তার সম্পর্কে ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার বলেন, ফারহানা পারভীন করোনা মহামারির পুরো সময়টা ধরে স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন। এতে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।

ফারহানা পারভীন জুঁইয়ের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দেশের এ সংকটময় অবস্থায় আমি নিজে একজন করোনা যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে এবং একজন শিক্ষার্থী যদি উপকৃত হয় এ ভাবনা থেকে ক্লাস নেওয়া শুরু করি। এই অর্জন দেশের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করছি। 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন