হোম > সারা দেশ > ভোলা

৫ কোটি টাকার মাদক ধ্বংস করল কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি 

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করে কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার করা প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। আজ রোববার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পরিত্যক্ত স্থানে এগুলো ধ্বংস করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কোস্ট কার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও র‍্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলাপাড়া থানায় একটি মামলা করে তাঁদের হস্তান্তর করা হয় এবং জব্দ করা ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এ ছাড়া গত ২৬ মার্চ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানার কীর্তনখোলা নদীসংলগ্ন কায়াচর এলাকা থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

পরে আদালতের প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়।

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর