হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ রোববার

ভোলা সংবাদদাতা

ফাইল ছবি

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনটির মুখপাত্র মীর মোহাম্মদ জসিমউদদীন শনিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও ভোলার অন্তত ৩০টি সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও ব্যবসায়ীসহ স্থানীয় মানুষ এতে অংশ নেবেন। সেই লক্ষ্যে শনিবার রাতেও শহরে বিভিন্ন ব্যবসায়ী দোকানে লিফলেট বিতরণ করা হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশা-১ কূপে গ্যাসের সন্ধান পাওয়ার পর এখন পর্যন্ত ভোলায় গ্যাসকূপের সংখ্যা দাঁড়াল ৯। তিনটি কূপ খনন করেছে রাশিয়ার কোম্পানি গাজপ্রম। এর আগে ছয়টি কূপ খনন করেছে বাপেক্স নিজে। সরকারের প্রাথমিক হিসাবে এই ৯টি কূপে মোট গ্যাস রয়েছে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুটের (টিসিএফ) মতো।

বর্তমানে দেশে প্রতিবছর গ্যাস ব্যবহারের পরিমাণ প্রায় ১ টিসিএফ। ভোলা গ্যাসক্ষেত্রটি বাপেক্সই আবিষ্কার করেছিল প্রায় ২৬ বছর আগে। প্রথমে গ্যাস আবিষ্কৃত হয়েছিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে।

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর