ভোলা শহরের পৌর ১ নম্বর ওয়ার্ডে শত বছরের পুরোনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতের আঁধারে এ চুরি সংগঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চুরির বিষয়টি টের পান মন্দির সংশ্লিষ্টরা।
জানা যায়, এ সময় চোর পিতলের ৪টি রাধা কৃষ্ণের বিগ্রহ, ৪টি গোপাল বিগ্রহসহ ১৩টি প্রতিমা, ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকাসহ পূজার কাজে ব্যবহৃত প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মন্দির কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর পূজা শেষ করে মন্দিরে তালা দিয়ে বাড়িতে চলে যান সবাই। রাতের কোন এক সময়ে মন্দিরের পেছনের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে চোর। এ সময় টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি মহাদেব ভদ্র জানান, গতকাল রাতেও মন্দিরে পূজা হয়েছে। কিন্তু রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে।