হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ইমাম হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের এক মসজিদের ইমামকে হত্যার মামলার পলাতক আসামি এক দম্পতিকে ঘটনার সাড়ে ৫ মাস পর রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

আবু তাহের মাঝি (৫১) ও তাঁর স্ত্রী কুলসুম বেগমকে (৪২) এরই মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান।

আজকের পত্রিকাকে ওসি মিজানুর বলেন, যাত্রাবাড়ীর ১ নম্বর গলি থেকে দুই আসামিকে বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গতকাল রোববার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে হত্যা মামলার আরেক আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।  

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় নুরুল ইসলাম ও তাঁর চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে পাওনা টাকার হিস্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করেন। 

স্বজনেরা তাঁদের প্রথমে চরফ্যাশন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকেলেই নূরুল ইসলাম মারা যান। এঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী বিবি মরিয়ম ৭ জনকে আসামি করে মামলা করেন। 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন