হোম > সারা দেশ > ভোলা

দোকানে চা খেতে বসা বৃদ্ধকে চাপা দিল ট্রলি

ভোলা প্রতিনিধি

ভোলায় চা খেতে দোকানে গিয়ে ট্রলির চাপায় মো. আইয়ুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আইয়ুব উদ্দিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিনাজ ইউনিয়নের ছেলে। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধ আইয়ুব উদ্দিন বাংলাবাজার চৌরাস্তার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন একটি ট্রলি পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে তাঁর ডান পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রলিটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক খোকন পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর