হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুরে আলম ও মো. সিয়াম নামে দুজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ড্রেজারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন বিআইডব্লিউটিএ ডুবুরি  দল। এর আগে গত শনিবার রাতে এই ড্রেজারডুবির ঘটনা ঘটে।

ভোলার ইলিশা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা স্থানীয় ডুবুরি  ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুর ও সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে নদীর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছে। উদ্ধার হওয়া দুজনের  লাশ ময়নাতদন্ত  শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এর আগে গতকাল সোমবার সকাল ও বিকেলে দুই দফায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস নদীতে অভিযান চালায়। এ সময় তারা ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পায়। কিন্তু স্রোতের কারণে ড্রেজারের ভেতরে যাওয়া সম্ভব হয়নি। 

উল্লেখ্য, শনিবার রাতে মেঘনার ৩ নম্বর বালুমহাল এলাকায় অন্য জাহাজের ধাক্কায় পাঁচ শ্রমিকসহ ড্রেজারটি ডুবে যায়। এরপর নিখোঁজদের সন্ধানে নামে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর ডুবুরি ও স্থানীয় ডুবুরিরা। 

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভোলার মেঘনায় ড্রেজারডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন