হোম > সারা দেশ > ভোলা

খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন বদরপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাতা গ্রামের দুলাল ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সিয়াম বগুড়া জেলার মো. আখের আলীর ছেলে।

নিহত সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তাঁর বাবার বাড়ি। আর বগুড়ায় তাঁর স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন এবং পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদের তিন দিন পর ছেলেমেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে যান আকলিমা বেগম। সেখান থেকে গতকাল মঙ্গলবার ছেলেমেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে যান। 

আজ বুধবার সকালে অন্যান্য ছেলেমেয়ের সঙ্গে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। খেলার সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাবার সঙ্গে কথা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর