হোম > সারা দেশ > ভোলা

পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

শিশুরা হলো ওই বাড়ির মো. হারুনের মেয়ে লামিয়া বেগম (৬) ও একই বাড়িতে বেড়াতে আসা মারজানা বেগম (৬)। লামিয়া বেগম পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল ও মারজানা বেগম দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে। 

শিশু লামিয়া বেগমের বাবা হারুন বলেন, ‘তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। আজ দুপুরে তারা বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পরও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে যাই। এ সময় তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়া ও মারজানাকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশু দুটির মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন