হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ট্রলারডুবি: এক দিন পর ১৮ জেলে জীবিত উদ্ধার 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মেঘনায় ট্রলারডুবির এক দিন পর নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে ঢালচরের শিবচর এলাকার সাগর মোহনা থেকে একটি জেলে ট্রলার তাঁদের উদ্ধার করেছে বলে জানান হাজারীগঞ্জ ইউনিয়নের জেলে খলিল উদ্দিন। 

উদ্ধারকৃত জেলেরা হলেন মহিউদ্দিন মাঝি (৩২), দুলাল (৩৩), সাজাহান মুন্সি (৩৫), আবদুল মুনাফ (৩৭), মোসলেহ উদ্দিন (৩০), ওবায়দুল্লাহ (৩৫), নুরনবী (৪), হাবিবুল্লাহ মিঝি (৫৫), আজাদ (২০), রুবেল (২০), আলমগীর (৩৫), জাকির (২৫), সাজাহান (৬০), ফরিদ (৬০), বেলায়েত (৬০), জাহানপুরের বাসিন্দা জসিম (২৫) ও দৌলাতখান উপজেলার মঞ্জু (৪০)। 

এদিকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচরসংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায়। 

স্থানীয় জেলেরা জানান, শুক্রবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের ১৫ জন ও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের একজন এবং দৌলতখান উপজেলার দুজন জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যান। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, `ট্রলারটি পাওয়া যায়নি। তবে নিখোঁজ ১৮ জন জেলেকে ঢালচরের একটি ট্রলার উদ্ধার করেছে বলে জেনেছি।'

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ বলেন, ``মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচরসংলগ্ন ভাসানচরের সাগর মোহনায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৮ জন জেলেসহ একটি জেলে ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। আমাদের উদ্ধার অভিযান চলাকালে স্থানীয় একটি জেলে ট্রলার তাঁদের জীবিত উদ্ধার করেছে।' 

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর