ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাসংলগ্ন তেঁতুলিয়া নদীর তীর থেকে বিচ্ছিন্ন একটি হাত উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সেটি উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে উদ্ধার হওয়া হাতের আঙুলের ছাপ ও ডিএনএ পরীক্ষার জন্য ভোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, হাতটি মধ্যবয়সী কোনো নারীর বলে ধারণা করা হচ্ছে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মধ্যবয়সী ওই নারীর ডান হাতটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপ ও ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আঙুলের ছাপের রিপোর্ট পেলে নারীর পরিচয় সম্পর্কে জানা যাবে। এ ছাড়া এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।