হোম > সারা দেশ > ভোলা

ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

ভোলা প্রতিনিধি

ভোলায় মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশ মাছটি। ছবি: আজকের পত্রিকা

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

আড়তদার মো. কামাল হোসেন জানান, আজ বেলা ২টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ খ্যাত ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

আড়তদার মো. কামাল হোসেন বলেন, ‘ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে জেলের জালে এ মাছটি ধরা পড়ে। পরে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছ ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকায় কিনি।’ তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলামে দাম ওঠা শুরু হয় ৷ এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকায় বেচতে পারবেন বলে তাঁর ধারণা।

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, বিগত দিনে জাটকা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ ছাড়া বিগত দিনে প্রভাবশালী মহল নদীতে খুঁটি দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করেও জাটকা ইলিশ নিধন করেছিলেন। বর্তমানে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে নদীতে এখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভবিষ্যতেও তারা সব অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় বড় সাইজের রাজা ইলিশ ধরা পড়বে বলেও দাবি করেন এ মৎস্য কর্মকর্তা।

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ