হোম > সারা দেশ > ভোলা

বাসের চাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার যাত্রীবাহী একটি বাসের চাপায় নাহিদ (৯) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস অফিসের দক্ষিণ পাশে মেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাহিদ উপজেলার রতনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলামের ছেলে। সে তার খালার বাসায় থেকে লেখাপড়া করত। বোরহান উদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবু নোমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাহিদ আজ সোমবার দুপুরে স্কুল বিরতির সময় সহপাঠীদের সঙ্গে সাইকেলে করে টিফিন খেতে বাসায় রওনা দেয়। এ সময় ভোলা থেকে চর ফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার পরিস্থিতি অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাহিদ। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আসলেই মর্মান্তিক এবং দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে। তবে তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।’ 

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর