হোম > সারা দেশ > ভোলা

৭ বছরের নাতনিকে নির্যাতনের অভিযোগে দাদি গ্রেপ্তার 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাত বছরের নাতনিকে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

আজ সোমবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মো. ইউনুসের স্ত্রী এবং তানিশার দাদি। এ ঘটনায় শনিবার রাতে ওই শিশুর মা সোনিয়া বেগম থানায় মামলা করেন। 

সোনিয়া বেগম জানান, ছয় বছর আগে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তানিশা তাঁর কাছে থাকত। দুই মাস আগে মেয়ের দেখভালের কথা বলে বাড়িতে নেন তার বাবা হারুন। এরপর বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের খবর পাচ্ছিলেন। 

জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল হারানোর অজুহাতে দাদি মনোয়ারা বেগম তানিশাকে মারধর করেন। চুল ধরে এলোপাতাড়ি মাটিতে আছাড় মারেন। পরে প্লায়ার্স দিয়ে নাতনির ডান হাতের তর্জনী আঙুল টেনে জখম করেন। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের চিত্র প্রতিবেশীরা মোবাইল ফোনে ভিডিও করেন। খবর পেয়ে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

গতকাল রোববার মনোয়ারা বেগম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর