হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে নছিমন উল্টে কিশোর নিহত, আহত ২ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নছিমন উল্টে মো. রাশেদ নামে (১৫) এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভোলার চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। 

নিহত রাশেদ সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো. শাজাহানের ছেলে। 

আহতরা হলেন মো. সজীব (২০) ও শাওন (২৫)। 

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উদয়পুর রাস্তার মাথা এলাকায় একটি নছিমন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত নছিমনটি জব্দ করা হয়।

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর