হোম > সারা দেশ > ভোলা

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশায় ভোলার মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে ‘দোলারা’ নামের একটি লবণবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাতজন আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার তুলাতলি পয়েন্ট ও ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে একটি বেসরকারি ডুবুরি দলের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু হয়।

ট্রলারশ্রমিক বিল্লাল হোসেন জানান, গতকাল সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দোলারা-৩ ট্রলারে করে প্রায় ৩০০ টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। পথে চট্টগ্রাম চ্যানেলে দুপুরের খাবার শেষে আবারও যাত্রা শুরু করেন।

রাতে ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকায় পৌঁছলে হঠাৎ ঘন কুয়াশার মধ্যে পড়ে ট্রলারটি দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। এ সময় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলায় ফাটল ধরে এবং দ্রুত পানি ঢুকতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রলারটি তীরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও কাছাকাছি পৌঁছানোর পর সেটি সম্পূর্ণভাবে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা মাঝি–শ্রমিকসহ সাতজন আরোহী নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন। তবে দুর্ঘটনায় কেউ হতাহত কিংবা নিখোঁজ হয়নি বলে জানান তাঁরা। ট্রলারটিতে থাকা বিপুল পরিমাণ লবণ নদীতে ডুবে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ট্রলারের মালিকপক্ষ।

এ বিষয়ে ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উদ্ধারকাজ চলছে। ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৭৫ টন কাঁচা লবণ ডুবে গেছে, যার মূল্য প্রায় ১৭ লাখ টাকা। ঘন কুয়াশার কারণে অপর জাহাজটিকে কেউ শনাক্ত করতে পারেনি।

ওসি আরও বলেন, ট্রলারের মালিকপক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২