হোম > সারা দেশ > ভোলা

ভোলায় যুবকের ছুরিকাঘাতে চা-দোকানি নিহত

ভোলা প্রতিনিধি

ভোলায় যুবকের ছুরির আঘাতে আবুল বাশার (৫৫) নামে এক চায়ের দোকানি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাশার ওই গ্রামের বেলায়েত সর্দারবাড়ির বাসিন্দা। আজ রোববার অভিযুক্ত জাবেদকে (৩৭) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 
 
স্থানীয়রা জানান, বাঁশতলা বাজারে নিজের চায়ের দোকানে সিঙাড়া তৈরি করছিলেন বাশার। এ সময় ওই এলাকার বিশু হাওলাদারবাড়ির মানসিক ভারসাম্যহীন ছেলে জাবেদ সেখানে গিয়ে চায়ের কাপ ও সিঙাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি করেন। দোকানি বাশার তাঁকে বাধা দিলে তাৎক্ষণিক পাশে থাকা ছুরি দিয়ে তাঁর বুকে ও হাতে আঘাত করেন জাবেদ। পরে স্থানীয়রা বাশারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাঁকে মৃত ঘোষণা করেন। 

ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক কবির বলেন, জাবেদ মানসিক ভারসাম্যহীন। এর আগে তিনি দীর্ঘদিন বাড়িতে শিকলবন্দী ছিলেন। এর আগেও তিনি অনেক মানুষকে ছুরিকাঘাত ও লাঠিপেটা করেছেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন রোববার আজকের পত্রিকাকে বলেন, 'এ ঘটনায় শনিবার রাতেই সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে অভিযুক্ত ওই এলাকার মোহাম্মদ হাজির ছেলে জাবেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাশারের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন