হোম > সারা দেশ > ভোলা

টয়লেট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি গ্রেপ্তার

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে টয়লেট থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে আটক করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকারের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে মেয়ে নূরজাহানের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 

নিহত গৃহবধূর নাম নূরজাহান বেগম (২৬)।তাঁর বাবার বাড়ি উপজেলার কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টগবী গ্রামে।

নূরজাহান ওই বাড়ির কবিরের স্ত্রী। কবির ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই দম্পতির ৭ বছরের এক ছেলে রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহত নুরজাহান বেগমের শাশুড়ি রানু বেগমকে (৪৫)।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘নূরজাহানের বাবা আব্দুল মতিন বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। মামলার অভিযোগের ভিত্তিতে শাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর থেকে অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

গতকাল শনিবার ঘটনার বিষয়ে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। এ জন্য নূরজাহান বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুড়ি তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা গিয়ে আমাদের খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।’

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন