চরফ্যাশনে বসত ঘর থেকে পারভীন (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হাজারীগঞ্জ ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুই শিশু সন্তানকে বিছানায় রেখে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
খবর পেয়ে শশীভূষণ থানা-পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। নিহত গৃহবধূ পারভীন ওই গ্রামের ইউসুব বেপারীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউসুব বেপারীর সঙ্গে ১৫ বছর আগে পারভীনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবৎ পারভীন পেটের ব্যথাসহ নানান রোগে ভুগছিলেন। ঘটনার দিন তাঁর স্বামী নদীতে মাছ ধরতে গেলে চার সন্তান নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ পেটের ব্যথা শুরু হলে ব্যথা সহ্য করতে না পেরে পারভীন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পরিবারের লোকজন।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।