হোম > সারা দেশ > ভোলা

১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্রের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে নিখোঁজের ১০ দিন পরেও খোঁজ মেলেনি ইব্রাহিম (১২) নামের এক মাদ্রাসাছাত্রের। নিখোঁজ সন্তানের সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাবা-মা। নিখোঁজের সন্ধান চেয়ে ইব্রাহিমের বাবা বাদী হয়ে গত শনিবার দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা যায়, গত রোববার (২২ মে) দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। 

নিখোঁজ ইব্রাহিম দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। সে একই এলাকার আয়েশা খাতুন হাফিজিয়া মাদ্রাসাছাত্র। 

নিখোঁজ ইব্রাহিমের বাবা ফরিদ উদ্দিন জানান, শনিবার (২১ মে) আহাম্মদপুর ইউনিয়নের তার বাড়ি থেকে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে তার ভায়রা জাহাঙ্গীরের বাড়িতে বেড়াতে যায় ইব্রাহিম। এর পরদিন বেড়ানো শেষে জাহাঙ্গীরের বাড়ি থেকে ইব্রাহিম রওয়ানা হয়। যথাসময়ে বাড়িতে না আসার কারণে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক সপ্তাহ পর (২৮ মে) শনিবার দুলারহাট থানায় সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ১০ দিন অতিবাহিত হওয়ার পর সন্তানের কোনো খোঁজ মেলেনি। 

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা ফরিদ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এখনো তার কোনো সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ 

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন