হোম > সারা দেশ > ভোলা

লালমোহন হাসপাতালে রোগীদের মালামাল চুরির অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের টাকা ও মালামাল চুরির অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। সোমবার দিবাগত রাতে দুই রোগীর স্বজনদের নগদ টাকা, দুইটি স্মার্টফোন ও একটি ব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্য রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনেরা।

লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামের কুলসুম বেগম অভিযোগ করে বলেন, গতকাল সোমবার তার শ্বশুর মোশারফকে নিয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হন। রাতে বেডের পাশে থাকা ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে একটি ফোন, নগদ দেড় হাজার টাকা, ওষুধসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

আরেক রোগীর স্বজন ইয়ামিন বলেন, গতকাল রাতে তিনি তার ভাইকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। ওই রাতেই তাঁর স্মার্টফোনটি চুরি হয়ে যায়। 

হাসপাতালের দায়িত্বরত নার্স ইশরাত জাহান লিজা বলেন, ‘রোগীর স্বজনদের মালামাল চুরি বিষয়টি শুনেছি। তাদের হাসপাতালের কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে।’ 

লালমোহন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) বলেন, ‘রোগীর স্বজনেরা হাসপাতালে চুরির ঘটনাটি আমাদের জানিয়েছেন। তাদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’    

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫