হোম > সারা দেশ > ভোলা

ভোলায় চন্দ্রবোড়া সাপ পিটিয়ে মারছে মানুষ

ভোলা প্রতিনিধি

কয়েক দিনের ব্যবধানে ভোলার তিন উপজেলায় রাসেল ভাইপার সাপের দেখা মেলায় জেলাটির বিভিন্ন এলাকায় এ সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানভেদে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা মিললেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সাপগুলোকে পিটিয়েই মেরে ফেলেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি বাড়ির শৌচাগারে এ সাপ দেখা যায়। সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন লোকজন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। 
গত মঙ্গলবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি বসতবাড়ির পাশের রাস্তায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের।একই দিন রাতে জেলার দৌলতখান উপজেলার ভবানীপুরে একটি বাড়ির খাটের নিচে গর্তে লুকিয়ে থাকা রাসেল ভাইপারের দেখা মেলে।এ সাপ দুটিও পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। জেলায় একের পর এক রাসেল ভাইপার ধরা পড়ায় আতঙ্ক বিরাজ করছে প্রতিটি এলাকায়।

স্থানীয় কয়েকজন বলছেন, ‘বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবেই এ সাপের দেখা মিলছে।’ ভবানীপুরের বাসিন্দা জালু মাঝি বলেন, ‘সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে প্রতিবেশীদের ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি। সাপটির পেটে বাচ্চা ছিল।’ 

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন