হোম > সারা দেশ > ভোলা

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল থেকে পড়ে রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার।

নিহত রুহুল আমিনের বাড়ি মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রুহুল আমিন একটি মোটরসাইকেলের পেছনে বসে লালমোহন উপজেলার গজারিয়ায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি স্বাভাবিক গতিতে চললেও বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে তাঁকে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিনের ছেলে আলমগীর জানান, তাঁর বাবা লালমোহন উপজেলার গজারিয়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে সকাল ৯টার দিকে রওনা দেন। এর কিছুক্ষণ পরে মোটরসাইকেল থেকে পড়ে আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোটের মাঠে: ঘাঁটি ফেরতের লড়াই বিএনপির

ভোলায় কৃষিজমির মাটি ইটভাটায়, লাখ টাকা জরিমানা

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ

ভোলায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার