হোম > সারা দেশ > ভোলা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ৮ জেলে আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌপুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাকিমউদ্দিন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. নুরনবী (৪০), মো. জাহিদ (২২), মো. সিরাজ (২৪), মো. মাকসুদ (৩০), মো. জাকির (২২) ও মো. রুবেল (২৮)। এ ছাড়াও দুই কিশোরকে আটক করা হয়। এ সময় ১টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায়।  

মির্জাকালু নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। বাকি তিনজনের মধ্যে দুজন নাবালক ও একজন প্রতিবন্ধী থাকায় তাঁদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর