হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ভোলা প্রতিনিধি

ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষিজমির মাটির ব্যবহার প্রতিরোধে অভিযান চালান।

এ সময় মোল্লা ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমিতে ইটাভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লাইসেন্স নেওয়ার আগপর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় এটি দেওয়া হয়।

এ ছাড়া ওই দিন মনিরাম বাজারসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয়। এই অপরাধে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেলদণ্ডের বিধান রয়েছে, সে সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।

অভিযানে বোরহানউদ্দিন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

ভোলায় মৎস্যজীবী লীগের নেতা আটক

উপকূলীয় স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি’ ওয়াটার অ্যাম্বুলেন্স

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০