হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ভোলা প্রতিনিধি

ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষিজমির মাটির ব্যবহার প্রতিরোধে অভিযান চালান।

এ সময় মোল্লা ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমিতে ইটাভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লাইসেন্স নেওয়ার আগপর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় এটি দেওয়া হয়।

এ ছাড়া ওই দিন মনিরাম বাজারসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয়। এই অপরাধে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেলদণ্ডের বিধান রয়েছে, সে সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।

অভিযানে বোরহানউদ্দিন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।

ভোলায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ভোলায় ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে মামলা স্বতন্ত্র প্রার্থীর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন

তোফায়েল আহমেদের স্ত্রীর দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষ

ভোলায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভোলা-ঢাকা পদযাত্রা: পদ্মা সেতুতে বাধা পেয়ে সাঁতরে নদী পাড়ির চেষ্টা, অসুস্থ ৩ শিক্ষার্থী

যানজটমুক্ত নতুন বাজার, বদলে যাচ্ছে ভোলা পৌরসভার দৃশ্যপট