হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ভোলা প্রতিনিধি

ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষিজমির মাটির ব্যবহার প্রতিরোধে অভিযান চালান।

এ সময় মোল্লা ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমিতে ইটাভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লাইসেন্স নেওয়ার আগপর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় এটি দেওয়া হয়।

এ ছাড়া ওই দিন মনিরাম বাজারসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয়। এই অপরাধে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেলদণ্ডের বিধান রয়েছে, সে সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।

অভিযানে বোরহানউদ্দিন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর