ভোলায় পুকুরে ডুবে ছাইফা আক্তার (৩) ও জুরাইরিয়া (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) ভোলা সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নে এসব মৃত্যুর ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ এসব খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ছাইফা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজীব আহমেদের মেয়ে। অন্যদিকে জুরাইরিয়া একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টায় ছাইফা আক্তার পুকুরে ডুবে মারা যায়। প্রায় কাছাকাছি সময়ে চরসামাইয়া গ্রামে পুকুরে ডুবে অপর শিশু জুরাইরিয়া মারা যায়।