হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌযোগাযোগ বন্ধ, প্লাবিত নিম্নাঞ্চল

ভোলা প্রতিনিধি

ভোলায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পৌর শহরের অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবিটি মুসলিম পাড়া এলাকা থেকে তোলা। ছবি আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে পৌর শহরের অনেক এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর ও বাঁধের বাইরের হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীতীরবর্তী অসহায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় সদ্য নির্মিত রিং বাঁধের ওপর দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে— এমনটি জানিয়েছেন স্থানীয়রা।

বৈরী আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পাঁচটি নৌরুটে লঞ্চ এবং দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে এই নির্দেশনা দেওয়া হয়।

ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. রিয়াজ হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপৎসংকেত জারি রয়েছে। তাই হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা এবং চরফ্যাশন বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ভেদুরিয়া-লাহারহাট এবং ইলিশা-মজুচৌধুরী ঘাট ফেরি চলাচলও বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি ভোলার ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ ফিরে আসেনি।

ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ে আছে।

ভোলায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পৌর শহরের অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবিটি মুসলিম পাড়া এলাকা থেকে তোলা। ছবি আজকের পত্রিকা

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, দুর্যোগ মোকাবিলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র, ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। বিচ্ছিন্ন চর থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। সাত উপজেলায় আটটি কন্ট্রোলরুম চালু এবং ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণও মজুত রয়েছে।

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন