হোম > সারা দেশ > ভোলা

আশ্রয়স্থলে যাওয়ার পথে পুকুরে পড়ে গৃহবধূর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার পথে পুকুরে পড়ে মোছা আয়েশা (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ আয়েশা ওই এলাকার ফরিদ উদ্দিনের স্ত্রী। 

লর্ড হার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ আয়েশার ঘরের চারদিকে পানি উঠলে নিরাপদ আশ্রয়ের জন্য পাশেই বসবাস করা দাদার বাড়িতে যাওয়ার জন্য বের হন তিনি। এ সময় রাস্তা পানিতে ডুবে থাকায় পথ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যান তিনি।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা বলেন, ‘রাস্তা পানিতে ডুবে থাকার কারণে পথ হারিয়ে পুকুরে পড়ে যান ওই গৃহবধূ। আজ সকালে পুকুরে তাঁর জুতা ভাসতে দেখেন গৃহবধূ আয়েশার মা রাবেয়া বেগম। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, লালমোহনে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

ভুল গ্রুপের রক্ত সঞ্চালনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

ভোলা­য় পার্থকে আসন ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ভোলার মেঘনা নদীতে সংঘর্ষে লবণবাহী ট্রলারডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর