হোম > সারা দেশ > পিরোজপুর

মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১ 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম জাফর হাওলাদার (৩৮)। তিনি ওই গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। 

হামলায় আহত মিজান হাওলাদার (৩২) নিহত জাফরের ছোট ভাই। এছাড়া আহত অপর ব্যক্তি কালাম মোল্লা (৪০) একই গ্রামের মো. মোজাফর মিয়ার ছেলে। বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শী লিটন হাওলাদার জানান, তাদের এলাকার একটি মসজিদের নামে ৫৮ শতক জমি রয়েছে। সেখানে মসজিদ ছাড়াও বাগান রয়েছে। স্থানীয় আব্দুর রব মোল্লার ছেলেরা মসজিদের কিছু জমি নিজের দাবি করে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ করে আসছিলেন। আজ বুধবার সকালে তাঁরা লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদের জমি দখলে নামে। এ সময় মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এতে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তারা লোক ভাড়া করে এনে হামলা চালায়। 

মসজিদের সভাপতি মো. সোহারব হোসেন অভিযোগ করেন, ঘটনার দিনদুপুরে রব মোল্লার ছেলে হিরুল মোল্লা, চুন্নু মোল্লা, নান্নু মোল্লা, সাইফুল মোল্লা ঝালকাঠি থানার লোক ভাড়া করে এনে মসজিদের মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে জাফর মোল্লা, মিজান মোল্লা, কালাম মোল্লা, ফিরোজসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। 

তিনি বলেন, স্বজনেরা ছুটে এসে আহত জাফর মোল্লা এবং মিজান মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যার দিকে জাফর মোল্লার মৃত্যু হয়। এ ছাড়া আহত বাকি দুজনের মধ্য একজন নেছারাবাদ হাসপাতাল বাকি একজন ঝালকাঠি হাসপাতালে ভর্তি আছেন। 

অভিযোগের বিষয়ে জানার জন্য রব মোল্লার ছেলেদের ফোন দিলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি