হোম > সারা দেশ > বরিশাল

ফেসবুকে বিসিসির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, অভিযুক্ত তরুণ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক। 

দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়। 

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। 

মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে। 

গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’ 

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা