হোম > সারা দেশ > বরিশাল

‘গাঁজাসহ আটক’: জনসাধারণের সহানুভূতি পেতেই নিজের ঘরে আগুন: এসপি

বরগুনা প্রতিনিধি

বরখাস্ত পুলিশ সদস্য মো. কাওছারকে গাঁজাসহ আটকের পর তাঁর বড় ভাই ফেরদৌস বাবু ঘরে আগুন ধরিয়ে নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়াসহ জনসাধারণের সহানুভূতি পেতে চেয়েছেন। বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. আবদুস সালাম আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, ফেসবুক লাইভে এসে নিজ ঘরে আগুন ধরিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সীমান্ত বাবু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক লাইভটি করা হয়। খোঁজখবর নিয়ে জেলা পুলিশ জেনেছে, সীমান্ত বাবু নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম মূলত ফেরদৌস বাবু।

পুলিশ সুপার আবদুস সালাম বলেন, ফেরদৌস বাবুর ছোট ভাই মো. কাওছার অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলা পুলিশ থেকে বরখাস্ত হয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকার নিজ বাড়ি থেকে কাওছারকে দুই কেজি গাঁজাসহ আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।

আবদুস সালাম আরও বলেন, কাওছারের বড় ভাই চাকরিচ্যুত সাবেক বিজিবি সদস্য ফেরদৌস বাবু এ ঘটনা ধামাচাপা দিতে এবং জনগণের সহানুভূতি পেতে পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে আগুন দেওয়ার নাটক করেছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই লাইভ ভিডিওটি অপসারণের জন্য ফেরদৌস বাবুসহ অন্য সবাইকে অনুরোধ করেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘ভিডিওটি অপসারণ করা না হলে রাষ্ট্রীয় একটি বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও অপরাধীর পক্ষে সমর্থন জোগানোর অভিযোগে আমরা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা